Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ অক্টোবর, ২০১৮

সিলেটে বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। মামলা দায়েরের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া।

এই মামলার আসামীরা হচ্ছেন- মওদুদুল হক মওদুদ, মিফতাহ সিদ্দিকী, সাইদুর রহমান, সেলিম আহমদ মাহমদ, সোহেল আহমদ, গোলাম আহমদ সেলিম চৌধুরী, আলতাফ হোসেন সুমন, ফজলে রাব্বি আহসান, তোফায়েল আহমেদ, এনামুল হক, তানভীর প্রঃ তানভীর আহমদ চৌধুরী, আশরাফ উদ্দিন রাজিব, সুদীপ জ্যোতি এ্যাষ, রাসেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন রাজু, বোরহান আহমদ রাহের, ইমরান আহমদ চৌধুরী, রাইসুল ইসলাম সনি, ময়নুল ইসলাম, জুবের আহমদ জুবের, মনতাজ হোসেন মুন্না, রুবেল আহমদ, চৌধুরী মো. সোহেল, আফছর খান, ইমদাদুল হক স্বপন, মাসুক আহমদ, কবির আহমেদ উজ্জল, হোসাইন আহমদ, ছদরুল ইসলাম লোকমান, আবু কাহের রাশেদ, আব্দুর মোতাকাব্বির সাকি, মিরাজ ভূইয়া পলাশ, মো. সুহেব আহমদ, শাকিল মোর্শেদ, নাবির রাজা চৌধুরী, দেলোয়ার হোসেন দিনার, মাহবুবুল আলম সৌরভ, দুলাল রেজা, আলী আকবর রাজন, মাশরুর রাসেল, আব্দুল খালিক মিল্টন, বদরুল আজাদ রানা, দেওয়ান রেজওয়ান আহমদ।

সোমবার দুপুরে পূর্বঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বন্দরবাজার এলাকার দলীয় চেয়ারপারসনের মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদল। মিছিলটি বন্দরবাজারের মধুবন মার্কেট এলাকায় এসে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদকে আটক করে পুলিশ। আটক মওদুদুল হক মওদুদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.