Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের ধর্মঘট চলছে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় দিনের মতো পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জারকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

বুধবার (১৮ অক্টোবর) শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, মিটার রিডার কাম মেসেঞ্জারকর্মীরা কর্মবিরতি পালন করে সেখানে ব্যানার টানিয়ে একসাথে সবাই বসে আছেন। এ সময় তারা চাকরি নিয়মিতকরণ, কাজের চাপ কমানো, চাকরিতে কর্মরতদের হয়রানি বন্ধ করা, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানিয়ে বক্তব্য রাখেন।

মিটার রিডার কাম মেসেঞ্জার আসাদুজ্জামান বলেন, দুইজনের কাজ একজনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আগে আমরা একটি পোস্টে দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে দুটি পোস্ট মিলিয়ে একসাথে করায় কাজের চাপ অনেক বেশী হয়ে গেছে। সময়মত কাজ করতে না পারলে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.