Sylhet Today 24 PRINT

রাতেই সিলেট আসছে মঈনউদ্দিন জালালের মরদেহ, দাফন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৮

প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠক মঈনউদ্দিন জালালের মরদেহ আজ রাতেই সিলেটে আনা হচ্ছে। শুক্রবার বাদ জুম্মা হযরত শাহাজালাল (র.) মাজার প্রাঙ্গণে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরআগে সকাল সাড়ে ১০টা সর্বস্তরের নাগরিকের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

বৃহস্পতিবার সকালের ভারতের শিলংয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন
সিলেট জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি এডভোকেট মঈনউদ্দিন আহমদ জালাল।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, সন্ধ্যা ৭টার মধ্যে মঈনউদ্দিন জালালের মরদেহ তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে।

তিনি তামাবিল শুল্ক স্টেশনে রয়েছেন জানিয়ে সুমন বলেন, রাতে মরদেহ সিলেট এনে রাখা হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ শহীদ মিনারে রাখা হবে। বাদ জুম্মা হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর দক্ষিণ সুরমার তেতলিতে গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হবে।

গত মঙ্গলবার স্ত্রী অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীকে নিয়ে ভারতের শিলঙয়ে যান মঈন উদ্দিন আহমদ জালাল। বৃহস্পতিবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলংয়ের উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জে বেড়ে উঠা মঈনউদ্দিন জালালের  পৈত্রিক নিবাস সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.