Sylhet Today 24 PRINT

অফিসের সামনে পুলিশের অবস্থান, সিলেটে বিএনপি’র সভা ‘স্থগিত’

নিজস্ব প্রতিবেদক |  ১৮ অক্টোবর, ২০১৮

কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় সিলেটে সভা করতে পারেনি মহানগর বিএনপি। ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যজোটের সমাবেশ সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রস্তুতি সভার আয়োজন করেছিলো সিলেট মহানগর বিএনপি।

এরআগে বৃহস্পতিবার দুপুরে ২৩ অক্টোবরের সিলেটে জাতীয় ঐক্যজোটের সমাবেশেরও অনুমতি না দেওয়ার কথা জানায় পুলিশ। ২৩ অক্টোবর বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে এই সমাবেশ হওয়ার কথা ছিলো।
 
জানা যায়, ঐক্যজোটের ওই সমাবেশের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করা হয়। নগরীর ভাতালিয়া এলাকায় বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে বিকেল থেকে ওই কার্যালয়ের সড়কের দুই পাশে দুটি ভ্যান নিয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা।

সড়কে পুলিশ অবস্থান নেওয়ায় খবর পেয়ে বিএনপি নেতাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয়। ফলে সভায় যোগ দিতে কার্যালয়ে যাননি কেউ। অনেকে সড়ক থেকেই ফিরে আসেন।

সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় আমরা সভাটি স্থগিত করেছি। ফোনে নেতাদের আসতে না করেছি। তারপরও অনেকে এসেছিলেন। তাদের কার্যালয়ে ঢুকতে পুলিশ বাধা দিয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নাশকতার খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছিলো। তবে বিএনপির কার্যালয়ে যেতে কাউকে বাধা দেওয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.