Sylhet Today 24 PRINT

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সিলেটে নিসচার প্রচারপত্র বিলি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৮

আগামী ২২ অক্টোবর জাতীয় 'নিরাপদ সড়ক দিবস ১৮' উপলক্ষে' নিরাপদ সড়ক চাই (নিসচা) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে প্রচারপত্র বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর সুরমা পয়েন্টে জনসাধারণ ও বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণের পূর্বে নিসচা জেলা সভাপতি সংগঠক এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশিকুর রহমান, ইন্সপেক্টর অব পুলিশ মো. বদিউল আমিন চৌধুরী, নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, প্রচার সম্পাদক প্রভাষক ফয়সল আহমদ, নির্বাহী সদস্য ইসমত ইবনে ইসহাক (সানজিদ), মনিরুল ইসলাম, সামাদুল ইসলাম অপু, দিলাল আহমদ, সুজন আহমদ ও শাকের আহমদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ১৮' সফলের লক্ষে ২১ অক্টোবর রোববার সকাল ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের সম্মুখ থেকে বর্ণাঢ্য প্রচার র‌্যালী বের করা হবে। এতে সংঘটনের সদস্যসহ সকলকে র‌্যালীতে অংশগ্রহণের জন্য যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.