Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ৮ দিন পর কবর থেকে মামুনের লাশ উত্তোলন

কানাইঘাট প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৮

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় গ্রামের আব্দুল জলিল জলালের পুত্র মামুন রশিদের লাশ ৮দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শনিবার দুপুরে লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুনু মিয়া, ইউপি চেয়ারম্যান ড. ফয়াজ উদ্দিন, মামলার তদন্ত কর্মকর্তা লিটন মিয়া।

ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করায় কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত। আদালতের এমন নির্দেশে শনিবার নিহত মামুন রশিদের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর সকাল ৯টায় উপজেলার লোভা-দনা সীমান্তের ১৩২৮ ও ১২২৯ পিলারের মধ্য দিয়ে একটি অবৈধ ব্যবসায়ী চক্র ভারতের মেঘালয় রাজ্যের উখিয়াং থেকে গরু নিয়ে আসার সময় খাসিয়ার গুলিতে মামুন রশিদ ঘটনাস্থলে নিহত হয়। পরে খাসিয়ারা নিহত মামুনের লাশ আর্ন্তজাতিক সীমার পাশে ফেলে দেয় বলে জানিয়েছিলেন তার আহত শ্যালক শামীম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.