Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ আহত নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৪ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ আহত নারী মিনারা খাতুন (৪৫) মারা গেছেন। শনিবার দিবাগত রাতে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মিনারা খাতুন উপজেলার খাটখাল গ্রামের আব্দুর রকিবের স্ত্রী। রোববার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক।

তিনি জানান, শনিবার দুপুরে ওই গ্রামের আইয়ুব বিন সিদ্দিক ও শাহাব উদ্দিনের লোকজনের মধ্যে বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে মিনারা খাতুনের বুকে টেটাবিদ্ধ হয়। প্রথমে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করেন। পরে সেখান থেকে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রেরণ করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.