Sylhet Today 24 PRINT

৮৮ ঘন্টা পর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ স্বাভাবিক

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে পর পর দুইবার স্টিল সেতুর পাটাতন ভেঙ্গে গত মঙ্গলবার ভোর রাত থেকে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। ভেঙ্গে যাওয়া স্টিল সেতু মেরামতের পর দীর্ঘ ৮৮ ঘন্টা পর রোববার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুই উপজেলাবাসীর সাথে জাতীয় উদ্যানে আসা পর্যটকরা দুর্ভোগের শিকার হয়েছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ অক্টোবর) ভোর রাতে শ্রীমঙ্গল থেকে বৈদ্যুতিক পাকা খুঁটি নিয়ে একটি ট্রাক পারাপারের সময় জাতীয় উদ্যানের ভিতর জানকীছড়া এলাকায় কালভার্ট নির্মানের জন্য অস্থায়ীভাবে নির্মিত একটি স্টিল সেতুর পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়। স্টিল সেতুর উপর থেকে ট্রাকটি সরিয়ে স্টিল সেতু মেরামত করে সড়কে বুধবার সন্ধ্যার পর হালকা যাবাহন চলাচল শুরু করলেও বুধবার দিবাগত রাত ২টায় আবার সিমেন্টবাহী একটি কভার্ড ভ্যান পারাপারের সময় এই স্টিল সেতুর পাটাতন ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছিল।

 ঘটনাস্থলে কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্ম সহায়ক কর্মকর্তা দেবাশীষ দে  বলেন, এ স্থানে একটি কালভার্ট ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকিপূর্ণ কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট নির্মাণ শুরু করা হয়। এজন্য কালভার্টটিকে নিচে রেখে বিকল্প পথ হিসেবে উঁচু করে তার উপর একটি স্টিল সেতু বসানো হয়েছিল। মঙ্গলবার দিবাগত রাতে প্রথমে বৈদ্যুতিক খুটিবাহী ট্রাক পারাপারের সময় স্টিল সেতুর পাটাতন ভেঙ্গে যায়। ভাঙ্গা পাটাতন মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করলেও আবার বুধবার দিবাগত রাতে সিমেন্টবাহী কভার্ড ভ্যান পারপার করতে গিয়ে আবার স্টিল সেতুর পাটাতন ভেঙ্গে যায়। ফলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

রোববার সকালে তিনি এ প্রতিনিধিকে বলেন, সকাল ১০টা থেকে আবারও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে আপাতত কোন ভারী যানবাহন এ স্টিল সেতু অতিক্রম করতে দেওয়া হচ্ছে না।

সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী শেখ মো. সোহেল আহমদ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.