Sylhet Today 24 PRINT

রবীন্দ্রনাথের সিলেটে পদার্পণের ৯৯তম বর্ষপূর্তি পালিত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৮

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীভূমি সিলেটে পদার্পণের ৯৯তম বর্ষপূর্তি পালিত হয়েছে।

কবিগুরুর পদস্পর্শে ধন্য সিলেট নগরীর মাছিমপুর মণিপুরি পাড়ায় স্থাপিত রবীন্দ্র স্মৃতিস্তম্ভের পাদদেশে মঙ্গলবার সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পদার্পণ দিবস উদযাপন পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শিক্ষাবিদ ধিরাজ মাধব চক্রবর্তী, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পুলিন কুমার সিংহ, রবীন্দ্রগবেষক মিহিরকান্তি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ১৯১৯ সালের ৬ নভেম্বর আজকের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট মাছিমপুর মণিপুরি পাড়ায় অবস্থান করেন এবং তাদের ঐতিহ্যবাহী রাখালনৃত্য, রাসনৃত্য উপভোগ করেন। তার স্মরণে এই দিনে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করার পাশাপাশি রাখালনৃত্য, রাসনৃত্য পরিবেশিত হয়।

আগামী বছর এই দিনে আয়োজন করা হবে কবিগুরুর পদার্পণের শততম বর্ষপূর্তির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.