Sylhet Today 24 PRINT

সিসিকের প্যানেল মেয়র হলেন লিপন-রোকসানা ও উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক |  ০৭ নভেম্বর, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্যানেল মেয়র নির্বাচিত করেছেন কাউন্সিলররা। এতে প্যানেল মেয়র-১ হিসেবে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন, প্যানেল মেয়র-২ হিসেবে সংরক্ষিত ৯ নং নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ এবং প্যানেল মেয়র-৩ হিসেবে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হকের পরিচালনায় সিসিকের প্রথম সভায় চতুর্থ পরিষদের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়। এতে কাউন্সিলদের ভোটে নতুন প্যানেল মেয়রবৃন্দ নির্বাচিত হয়েছেন বলে জানান সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

সিসিক সূত্রে জানা যায়, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ভোট পেয়েছেন ১৬টি। প্যানেল মেয়র-২  অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজের প্রাপ্ত ভোট ১৪টি। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংখ্যক ১৩টি ভোট পান। পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হলেন।

সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীসহ মোট ৩৭ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৪জন। অন্য তিনজন সভায় উপস্থিত ছিলেন না।

তিনি আরো জানান, অনুপস্থিত থাকা কাউন্সিলররা হচ্ছেন, রেজাউল হাসান কয়েস লোদী, আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আফতাব হোসেন খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.