Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ থেকে ৬১ হাজার ৪শ পিছ ইয়াবার চালান আটক

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০১৮

সাম্প্রতিক সময়ে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে আংশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ভারত থেকে ইয়াবার আমদানি। রোববার ভোরে জকিগঞ্জ সীমান্ত থেকে সাম্প্রতিক সময়ে সিলেটে ইয়াবার সবচেয়ে বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোররাতে বিজিবি-১৯ ব্যাটালিয়নের জকিগঞ্জ সীমান্তের মানিকপুর বিওপির একটি বিশেষ টহল দল শূন্য লাইনের ২শ' গজঅভ্যন্তরে সেনাপতির চক নামক স্থান থেকে ৬১ হাজার ৪শ পিছ ইয়াবা আটক করে।

বিজিবি জানায়, আটককৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১কোটি ৮৪লক্ষ ২০হাজার টাকা।  

রোববার সকালে সংবাদ সম্মেলন করে বৃহৎ এই ইয়াবা চালান আটকের তথ্য জানান বিজিবির ১৯ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্ণেল সাইদ হোসেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় অভিযানে নামে জোয়ানরা। এক পর্যায়ে মাদক চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। এছাড়াও বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা গত তিন মাসে প্রায় ৬কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ পণ্য আটক করেছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.