Sylhet Today 24 PRINT

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে গোলাপগঞ্জ পৌরসভা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে অবৈধ ব্যানার-ফেস্টুন, বিলবোড ও পোস্টার অপসারণ করেছে গোলাপগঞ্জ পৌরসভা। রোববার (১১ নভেম্বর) দুপুরে এ অপসারণ অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

এ সময় পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনী, গোলাপগঞ্জ বাজার এবং সিলেট-জকিগঞ্জ সড়কে এমপি প্রার্থীদের টাঙানো বিপুল পরিমাণ অবৈধ বিলবোর্ড ও পোস্টার অপসারণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল জানান, নির্ধারিত সময়ের আগেই তারা পুরো পৌরসভার এসব সামগ্রী সরিয়ে নিতে সক্ষম হবেন। এ অভিযানে গোলাপগঞ্জ পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনী প্রচারণা হিসেবে লাগানো সকল ব্যানার, পোস্টার ও তোরণ পরবর্তী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলারও নির্দেশ দেন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন ঘোষণার পরপরই গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনী প্রচারণা হিসেবে লাগানো সকল ব্যানার, পোস্টার ও তোরণ অপসারণে নামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.