Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে গারোদের ঐতিহ্যবাহী \'ওয়ানগালা\' উৎসব

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া (গারো লাইন) এলাকায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ‘গারো’ সম্প্রদায়ে’র প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে শ্রীচুক গারো যুব সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

গারো সম্প্রদায়ের দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ দিকে দুপুরে ওয়ানগালার মূল প্রবন্ধ পাঠ, আলোচনা এবং স্বাগত বক্তব্য দেওয়া হয়। এ সময় বিভিন্ন খ্রিস্টান ধর্মযাজকরা উপস্থিত ছিলেন। পরে ওয়ানগালার নাগড়া, আদুরী, দামা ও মোমবাতি প্রজ্বলন  এবং সবশেষে গারোদের নিজস্ব কৃষ্টির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ানগালা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গারো পাহাড়ি এলাকায় একসময় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্য দেবতা 'মিসি সালজংকে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো।

মূলত গারোরা ছিল প্রকৃতিপূজারী কিন্তু কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে পালন করা হয়। এক সময় তারা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ‘ওয়ানগালা’ পালন করলেও এখন তারা নতুন ফসল কেটে যিশু খ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে 'ওয়ানগালা' পালন করে থাকেন।

'ওয়ানগালা' অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিস্টভক্ত গারাগানজিং, কতচু, রুগা, মমিন, বাবিল, দোয়াল, মাতচি, মিগাম, চিবক, আচদং, সাংমা, মাতাবেং ও আরেং নামে ১২টি গোত্রের গারো সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.