Sylhet Today 24 PRINT

মাধবপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা

মাধবপুর প্রতিনিধি |  ১৩ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে লক্ষ্যে কুকুরকে টিকাদানে উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, টিকাদান প্রকল্পের সুপারভাইজার জুবায়ের আহম্মেদ।

সভায় জানানো হয় জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এ রোগে মৃত্যুর হার শতভাগ। এ রোগটি মূলত কুকুরের কামড় ও আঁচড়ের মাধ্যমে ছড়ায়।

১৬ নভেম্বর থেকে মাধবপুর পৌরসভা সহ ১১টি ইউনিয়নে কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হবে। ২০২২ সালকে সারা বাংলাদেশকে জলাতঙ্ক রোগ থেকে মুক্ত করার লক্ষ্যে প্রকল্পের কাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.