Sylhet Today 24 PRINT

সিলেটে ‘গ্রেপ্তার এড়াতে’ ছাদ থেকে পড়ে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০১৮

সিলেট শহরতলীর ইসলামপুরে গ্রেপ্তার এড়িয়ে পালানোর সময় ছাদ থেকে পড়ে মো. আব্দুল্লাহ (৩৩) নামে মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে শাহপরান থানাধীন মেজরটিলা এলাকায় ইসলামপুরে পুলিশের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহ গোয়াইনঘাট উপজেলার উত্তর নওয়াগ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। সে শাহপরান থানাধীন মেজরটিলা ফ্লাগুনি এলাকার ৩৮নং মারুফ ভিলায় বসবাস করতো। মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল্লাহকে ধরতে গেলে সে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে মারা যায়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল্লাহর বাড়িতে বুধবার ভোর রাত ৪টায় অভিযানে যায় পুলিশ। তখন আব্দুল্লাহ গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে ছাদের উপরে উঠে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টাকালে ছাদ থেকে নিচে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ভোর ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কারো কোনো অবহেলা থাকলে ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান ওসি। নিহত আবদুল্লাহর বড় ভাই তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.