Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস: ৫২ পদের মধ্যে ৩৫টিই শূন্য

বালাগঞ্জ প্রতিনিধি |  ১৫ নভেম্বর, ২০১৮

সিলেটের বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সর্বমোট ৫৮টি পদের মধ্যে ৩৫টি পদই শূন্য রয়েছে। জনবলের অপ্রতুলতার কারনে অফিস/মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে সম্পাদন করতে হিমশিম খেতে হচ্ছে বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসকে।

কিন্তু উপজেলা কৃষি অফিসের জনবল সংকটের কারনে কৃষকের দোরগোঁড়ায় সেবা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে একজন অফিসারের একাধিক দায়িত্ব পালন করা যেমনটা কষ্টসাধ্য বিষয়, তেমনি সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার বেশির ভাগ কৃষক।

বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অফিসে সর্বমোট মঞ্জুরীকৃত পদ রয়েছে ৫৮টি। উপজেলায় বর্তমানে কর্মরত রয়েছেন ২৩ জন। এর মধ্যে উপজেলা কৃষি অফিসারের ১টি পদ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারের ১টি পদ, উপসহকারী কৃষি অফিসারের ১৫টি পদ, উচ্চমান সহকারী বনাম হিসাব রক্ষকের ১টি পদ, অফিস সহকারী বনাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১টি পদ, স্প্রেয়ার মেকানিকের ১টি পদ, পিপিএমের ১টি পদ, অফিস গার্ডের ১টি পদ, ঝাড়ুদারের ১টি পদে জনবল থাকলেও অতিরিক্ত কৃষি অফিসারের ১টি পদ, কৃষি সম্প্রসারণ অফিসারের ২টি পদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসারের ১টি পদ, উপসহকারী কৃষি অফিসারের ২৭টি পদ, অফিস সহকারী বনাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১টি পদ, পিপিএমের ১টি পদ, এমএলএসএসের ১টি পদ, অফিস গার্ডের ১টি পদসহ সর্বমোট ৩৫টি পদে নেই কোনো লোক।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল বলেন, ৩৫ জন লোকবলের সংকটের কারণে আমাকে বেশির ভাগ সময় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। আশা করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শূন্য পদগুলো পূরনের ব্যাপারে আশু ব্যবস্থা নেবেন।

বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের ৫৮টি মঞ্জুরি কৃতপদের বিপরীতে ৩৫টি পদই শূন্য থাকায় ব্যাহত হচ্ছে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যক্রম। তাই জনবলশূন্য এই পদগুলোকে পূর্ণ করলে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যক্রমসহ কৃষকদের সেবার পরিধি আরো বেঁড়ে যাবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.