Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে কমেছে পিইসি পরীক্ষার্থী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৮

ফাইল ছবি

রোববার (১৮ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সিলেটের ফেঞ্চুগঞ্জে অংশ নিচ্ছে দই হাজার ৮৩জন পরীক্ষার্থী। তবে গতবছরের তুলনায় এবছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী কমেছে।

অপরদিকে ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলাতে ৪শত ৭৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উপজেলার নয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।।

এদিকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা। এরই মধ্যে পরীক্ষায় ব্যবহৃত সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শফিক উদ্দিন জানান, পরীক্ষা নির্ধারিত সময়ে সময়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে তিনি জানান। তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী  কম হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.