Sylhet Today 24 PRINT

মাধবপুরে সংঘর্ষে আহত ৬, দোকানে আগুন

মাধবপুর প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষে জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের দেয়া আগুনে ১টি দোকানঘর ভস্মীভূত হয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ ও দমকল কল বাহিনীর সদস্যরা এসে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করেন ও আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের গ্যাস ফিল্ড এলাকার ব্যবসায়ী এখলাছুর রহমানের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে সুন্দরপুর গ্রামের জলিল মিয়ার পুত্র সাহাদাত হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে উভয়ই আহত হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সন্ধ্যা ৫টায় আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাধবপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারা আরো জানান, সংঘর্ষ চলাকালীন সময়ে এছলাছুর রহমানের মালিকাধাীন মানিকপুর গ্যাস ফিল্ড নামক স্থানে কিবরিয়া সেন্টারে সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবপুর ফায়ার ষ্টেশনের অফিসার রাকিবুল ইসলামের নেতৃত্বে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগান প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে অনুমান করা হবে বলে ষ্টেশন অফিসার রাকিবুল ইসলাম জানিয়েছেন।

এদিকে সংঘর্ষের ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কোন পক্ষ থেকেই এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.