Sylhet Today 24 PRINT

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী হতে চান লন্ডন প্রবাসী আব্দুর রব

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী হিসেবে ঢাকাস্থ বিএনপির দলীয় অফিসে সিলেট-২ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ওসমানীনগর উপজেলার সাবেক সহ সভাপতি, লন্ডনস্থ বালাগঞ্জ ওসমানীনগর  বিএনপি এক্টিভিস্ট ফোরামের সভাপতি, ব্যাংকিং এন্ড ডেগেনহাম মেট্রোপলিটন পুলিশের মেম্বার ও ইউকে এবং ইউরোপ বাংলা নিউজের চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ আব্দুর রব মল্লিক।

গত ১৬ নভেম্বর সকালে দলীয় অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ওই দিন বিকেলে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

লন্ডন প্রবাসী মোহাম্মদ আব্দুর রব মল্লিক জানান, “দলের তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনে মনোনয়নপত্র কেনা এবং জমা দেয়া। দল যদি আমায় মনোনয়ন দেন তবে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। তিনি বলেন, মূলত বিশ্বনাথ,বালাগঞ্জ ও ওসমানীনগর এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতেই প্রার্থী হয়েছি। দীর্ঘ দিন থেকে সিলেট-২ আসনের তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকায় আমার বিচরণ ছিল। সেদিক বিবেচনা করে দল থাকেই মনোনয়ন দেবে বলে প্রত্যাশা করছেন তিনি”।

তিনি সিলেট-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন এবং সিলেট-২ আসনে বিএনপি বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.