Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সিলেটে কলেজ শিক্ষকদের র‌্যালি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সিলেটে র‌্যালি করেছে কলেজ শিক্ষক পরিষদ।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে এমপিওভূক্ত শিক্ষকদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার গেজেট জারি করায় পরিষদের উদ্যোগে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সহ সভাপতি প্রভাষক এম. এ. মতিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শংকর কুমার দাস, সহ সভাপতি প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, প্রভাষক শাহজাহান কবির আকন্দ, প্রভাষক আহমদ হোসেন, সহ সাধারণ সম্পাদক প্রভাষক ছয়ফুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমদাদুল হক, প্রচার সম্পাদক প্রভাষক সুব্রত রায়, দিরাই জগদল কলেজের প্রভাষক আলকাবুর রহমান, ইসরাব আলী কলেজের প্রভাষক লুৎফুর রহমান রাসেল, শিক্ষক নেতা প্রভাষক লুৎফুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে এমপিওভূক্ত শিক্ষকদের বহু আকাঙ্ক্ষিত ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার গেজেট জারি করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে আগামী নির্বাচনের ইশতেহারে একযোগে সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.