Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের ১৬ আসনে জাসদের প্রার্থী যারা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)।

হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাসদের পার্লামেন্টারি বোর্ডের সভায় ২২৪জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। ওই সভার সিদ্ধান্ত করা হয়, ১৪ দল ও মহাজোটের নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন।

সিলেট বিভাগের ১৬টি আসনে প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে কে এম ওহীদুল ইসলাম কবীর, সুনামগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনে এনামুজ্জামান চৌধুরী, সিলেট-১ আসনে রফিকুল হক, সিলেট-২ আসনে শামীম আখতার, সিলেট-৩ আসনে ময়নুল ইসলাম, সিলেট-৪ আসনে নেসার আহম্মেদ কায়সার, সিলেট-৫ আসনে গিয়াস আহমেদ, সিলেট-৬ আসনে লোকমান আহমেদ, মৌলভীবাজার-২ আসনে বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আসনে আব্দুল হক, মৌলভীবাজার-৪ আসনে এলেমান কবির, হবিগঞ্জ-১ আসনে আব্দুল মান্নান, হবিগঞ্জ-২ আসনে মোস্তফা কামাল/জসিমউদ্দিন, হবিগঞ্জ-৩ আসনে তাজ উদ্দিন আহমেদ সুফি, হবিগঞ্জ-৪ আসনে জিয়াউল হাসান তরফদার মাহিন।

চূড়ান্ত হওয়া প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দেয়া হচ্ছে। একই সঙ্গে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠিতে সইও নেয়া হচ্ছে। পরে প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.