Sylhet Today 24 PRINT

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সভা শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৮

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত ৭ দফা ও ৫ দফা দাবি আদায়ে আগামী ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভা সফলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ নভেম্বর) বন্দরবাজার ব্রম্মমন্দিরস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
 
সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও অস্তিতের প্রশ্নে ঢাকার সোহরাওয়াদী উদ্যানে সমাবেশে ঘোষিত ঐতিহাসিক ৭ দফা ও ৫ দফা দাবি আদায়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত নানাভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন-নিপীড়ন সহ্য করছে। স্বাধীনতার মূল্যবোধ সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই নিপীড়ন বন্ধ করা যাবে না।

আগামী শুক্রবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের উপস্থিতিতে বিভাগীয় প্রতিনিধি সভা সফলে সকলের অংশগ্রহণ কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশসের সভাপতি দানেশ সংমা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, জেলা ঐক্য পরিষদ নেতা তপন মিত্র, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সুদীপ দেব, তপন পাল, জি.ডি রুম, মনমোহন দেব নাথ, রবিন জহর দাস, সুপেম চন্দ্র পাল, ধনেশ দেব, বিজয়, উত্তম ঘোষ, উইলসন গ্রে, নিরেশ দাস, বিধান পাল, বিলয় দাস, মিঠু বৈদ্য, নিরঞ্জন চন্দ্র চন্দ, উত্তম ঘোষ, ভৈরব দেবনাথ, মনজিৎ রানা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.