Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দরে সৌদিফেরত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০১৮

ট্রাভেল এজেন্সির মামলায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিফেরত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নজরুল ইসলাম আকঞ্জী (৫২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি হবিগঞ্জের বাহুবল থানার সুকচর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাহুবল থানায় মামলা রয়েছে।

আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার এসআই শহীদুল ইসলাম ও মামলার বাদী খালেদ আহমদ।

জানা গেছে, আল মনসুর এয়ার সার্ভিস থেকে ৭৮ হাজার টাকা প্যাকেজে নজরুল ইসলাম আকঞ্জী গত ২৪ অক্টোবর ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান। তার ভিসার মেয়াদ ছিল ১৪ দিন। কিন্তু সেখানে গিয়ে তিনি আর দেশে ফিরেননি। ফলে বিপাকে পড়ে ওই ট্রাভেলস এজেন্সি। পুরো বিষয়টি উল্লেখ করে গত ১৯ নভেম্বর বাহুবল থানায় নজরুল ইসলাম আকঞ্জীকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা করে আল মনসুর এয়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বাহুবল থানার এসআই শহীদুল ইসলাম জানান, নজরুল ইসলাম আকঞ্জী শুক্রবার দেশে ফিরছেন গোপন সূত্রে এমন খবর পেয়ে ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.