Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্যপ্রাণীর ফাঁদসহ শিকারি আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যপ্রাণীর ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে বনবিভাগ।

শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রাম থেকে আব্দুল মালেক (৫০) নামের এক বন্যপ্রাণী শিকারিকে ফাঁদসহ আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিনিয়তই ইলেকট্রিক তার ব্যবহার করে আব্দুল মালিক মায়া হরিণ, বন মোরগ, বন্যশুকরসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী শিকার করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বন্যপ্রাণী শিকারি আব্দুল মালেক (৫০) তার ফসলি জমি রক্ষা করার নামে এই পদ্ধতি ব্যবহার করে আসছেন। ইলেকট্রিক তার ব্যবহার করা শুধু বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর নয়, বরং রাতে এই ইলেকট্রিক তার পথচারীর জন্যও অনেক ভয়ানক।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বন্যপ্রাণী আইনে শিকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.