Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর উদ্বোধন

দিরাই প্রতিনিধি |  ২৪ নভেম্বর, ২০১৮

সুনামগঞ্জের দিরাইয়ে বাউল সম্রাট শাহ আব্দুল করিম জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার উজানধলে এই জাদুঘরের উদ্বোধন করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে ও টিএমএসএস এর পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালীকুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, রাষ্ট্রদূত ফয়েজ আহমদ মুন্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জুবায়দা বেগম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম,দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, পিকেএসএফ এর সদস্য প্রফেসর শফি আহমদ, বাংলাদেশ ফিমেল একাডেমির চেয়ারম্যান জামিল চৌধুরী, টিএমএসএস এর ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার জলি বেগম, ইউরোপ-বাংলা চেম্বার অব কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল, শাহ করিম করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,দিরাই অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ।

প্রসঙ্গত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ এর অর্থায়নে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিজ বাড়ি দিরাই উপজেলার উজানধলে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.