Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০১৮

'সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে সুনামগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) সকালে জেলা সমবায় কার্যালয় সুনামগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ৪৭তম সমবায় দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

পরে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনায় মিলিত হয়।

জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্তের সভাপতিত্বে ও জেলা সমবায় পরিদর্শক হিরণময় রায়ের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নকে এগিয়ে নিতে সমবায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার স্বপ্ন পূরণে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, আমি আশা করি সমবায়ের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাঁরা সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, শামছুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.