Sylhet Today 24 PRINT

বিএনপির মনোনয়ন বঞ্চিত মিলন আইসিউতে

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর, ২০১৮

মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন গুরুতর অসুস্থ অবস্থায় সিলেটের আল-হারমাইন হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রতে (আইসিউ) তিনি রয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন ছাতক উপজেলা বিএনপি নেতা আলিম উদ্দিন।

এর আগে শনিবার দুপুরে ছাতক শহরের দলীয় কার্যালয়ের সামনে ছাতক-দোয়ারা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পরেন তিনি। এসময় সভায় উপস্থিত নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।

এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে কলিম উদ্দিন আহমদ মিলন মিছিল না করার জন্য তাদের অনুরোধ করেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি রাস্তায় শুয়ে পড়ে মিছিলের বাধা হয়ে দাঁড়ান।

দলের সিদ্ধান্তকে শ্রদ্ধার সাথে মেনে নিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মনোনয়ন বঞ্চিত এই বিএনপি নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.