Sylhet Today 24 PRINT

সিলেটের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর প্রতীক সিংহ

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৫ আসনে জেলার একমাত্র স্বতন্ত্রপ্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী সিংহ প্রতীক পেয়েছেন।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামের কাছ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার একমাত্র স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সিংহ প্রতীক বরাদ্ধ পান তিনি।   

প্রতীক পাওয়ার পর স্বতন্ত্রপ্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী বলেন, আমার সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বিগত ২৮ বছরে ২৮ দিনও স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে কথা বলেন নি।

আমি মধ্য বৃত্তের প্রতিনিধিত্ব করছি জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এই রাজনীতির পরিবর্তন চায়। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সিলেট-৫ আসনে মোট ৮জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এই ৮জন হলেন আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আমিন (হাতপাখা), গণফোরামের বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), বাংলাদেশ মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামী ঐক্যজোটের এমএ মতিন চৌধুরী (মিনার) এবং স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুনীর চৌধুরী (সিংহ) প্রতীক পেয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.