Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জের ৪টি আসনে ২৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনী মাঠে নেমে পড়েন প্রার্থীরা। জনগণের দ্বারে দ্বারে গিয়ে শুরু করেন গণসংযোগ।

প্রার্থীরা হচ্ছেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ (নৌকা), ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), চৌধুরী ফয়সল শোয়েব (মই), মো. নূরুল হক (গামছা), জুবায়ের আহমেদ (মোমবাতি)।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) মো. আব্দুল মজিদ খান (নৌকা), মাওলানা আব্দুল বাছিত আজাদ (ধানের শীষ), শংকর পাল (লাঙ্গল), মনমোহন দেবনাথ (গামছা), পরেশ চন্দ্র দাশ (আম), আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা), আফছার আহমদ রূপক (সিংহ)।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) মো. আবু জাহির (নৌকা), জি কে গউছ (ধানের শীষ), মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), পীযুষ চক্রবর্তী (কাস্তে)।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) মাহবুব আলী (নৌকা), আহমদ আবদুল কাদের (ধানের শীষ), শেখ সামছুল আলম (হাতপাখা), সোলায়মান খান রাব্বানী (মোমবাতি), আনছারুল হক (গোলাপ ফুল)।

উল্লেখ্য, হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ও হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মো. ফয়সল বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। উল্লেখিত এই ৩টি আসনে ঐক্যফ্রন্টের জোটের শরীক দলের প্রার্থীদেরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.