Sylhet Today 24 PRINT

২০ ঘন্টায় সায়হাম কটন মিলের আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতি শত কোটি

মাধবপুর প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৮

দীর্ঘ ২০ ঘন্টা চেষ্টা চালিয়ে হবিগঞ্জের মাধবপুরে সায়হাম কটন মিলের আগুন নিয়ন্ত্রন করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার রাত ১টার দিকে জেলার মাধবপুর উপজেলার নোয়পাড়ায় অবস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম কটন মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

সায়হাম কটন মিলের জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.