Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১২ ডিসেম্বর, ২০১৮

‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ এ প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস।

এ উপলক্ষে বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আশেকুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মৌসুমি পাল চৌধুরী, উপজেলা পল্লী জীবিকায়ন অফিসার মুর্শেদা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জন করার জন্য ৬জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকসহ দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। সভায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার, সাফল্য ও সুফল বিষয়ে আলোচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.