Sylhet Today 24 PRINT

বর্তমান স্বৈরাচারের সাথে যুক্ত হয়েছে আশির দশকের স্বৈরাচার: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক |  ১২ ডিসেম্বর, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত সরকার না। তাদের কাছে গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করাই বোকামী। বর্তমান স্বৈরাচারি সরকারের সাথে যুক্ত হয়েছে আশির দশকের স্বৈরাচারি সরকার। এই দুইটা মিলে যে আচরণ করছে তা গণতান্ত্রিক আচরণ না।

তিনি বলেন, জনগনের জন্য এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই আমরা লড়াই শুরু করেছি। শুধু বিএনপি না, আরও অনেকে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট এই লড়াইয়ে নেমেছে।

বুধবার সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে যাই বলুক, আপনারা শুধু মাঠে থাকেন। মাঠে থাকলেই আমাদের জয় আসবে।

বুধবার সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে ঐক্যফ্রন্ট। ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট এসে মাজার জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণা শুরু করেন।

মাজার জিয়ারত শেষে ড. কামাল রাতেই ঢাকায় ফিরে গেলেও তাঁর সাথে আসা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, জাফরুল্লাহ চৌধুরী সিলেটে দুটি পথসভায় অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.