Sylhet Today 24 PRINT

নগরীতে বাসদ প্রার্থী প্রণবের গণসংযোগ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৪ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন, শহীদ বুদ্ধিজীবীরা তাদের শিক্ষা, লেখনী, চিন্তা, শিক্ষা-সংস্কৃতির মাধ্যমে দেশকে পৌঁছে দিয়েছেন স্বাধীনতার দ্বারপ্রান্তে। মানুষের প্রত্যাশা ছিল স্বাধীন বাংলাদেশে বুদ্ধিজীবীদের চিন্তাচর্চা, মননশীলতা, অগ্রসরমানতা দিকে এগিয়ে যাবে। কিন্তু শাসক গোষ্ঠীর ভ্রান্ত নীতির কারণে তা হয়নি। তাই আজকে তরুণ প্রজন্মকে জ্ঞান, মেধা, মননের চর্চা ও উন্নত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বাসদ সিলেট আয়োজিত মহান বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন সিলেট-১ আসনের বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল।

বাসদ জেলা সমন্বয়ক প্রণব জ্যোতি পালের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, মামুন বেপারি, পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা প্রমুখ।

আলোচনা সভা শেষে মিছিল সহকারে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে দিনভর চৌহাট্টা, আম্বরখানা, তারাপুর চা বাগান, কালীবাড়ি এলাকায় মই মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.