Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের নাহিদের সমর্থনে সভায় ছাত্রলীগের হামলা, আহত ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৮

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে সিলেট-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ৩জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঢাকাদক্ষিণ চৌমুহনীতে এ ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে নুরুল ইসলাম নাহিদের সমর্থনে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের উদ্যোগে  নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভা চলাকালীণ সময়ে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় ছাত্রলীগের একটি গ্রুপ। এতে সভার আয়োজক গোলামদস্তগীর খান ছামিন মাথায় আঘাত প্রাপ্ত হন। এছাড়াও হামলা চলাকালীন সময়ে আরো ২ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত অন্যান্যরা হলেন, গোলাম রসুল খান ছালিম, আবুল কাসেম লিপু। ঘটনার পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় গোলাম দস্তগীর খান ছামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসা শেষে আহত ব্যক্তিকে নিয়ে থানায় আসা হয়। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত গোলাম দস্তগীর খান ছামিন ছাত্রলীগ নেতা মনসুর গ্রুপের লোকজনকে দায়ী করে বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলাকারীরা ব্যাপক ভাংচুর চালিয়েছে। এব্যাপারে গোলাম দস্তগীর খান ছামিন গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মনসুরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.