Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ঐক্যফ্রন্টের প্রার্থী পাশার মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৬ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রায় দেড় যুগের সভাপতি সাবেক পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার বলয়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৩ আসনের ঐক্যফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

মতবিনিময় সভায় তিনি বলেন- আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের জয়জয়কার দেখে বিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক এএ সাংসদ বলেন- নির্বাচনের দিন ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। যাতে ভোট ডাকাতি না হয়। তাহলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।

অভিযোগ করে পাশা বলেন- অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।

শনিবার (১৫ ডিসেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনও পাশা। তিনি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি নেতা ও আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, বিএনপি নেতা এমএ আজিজ, আবদুল কদ্দুছ মাস্টার, জামিল হোসেন গেদন।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা মঈনুল ইসলাম, গোলাম কিবরিয়া চৌধুরী পাভেল, খায়রুল হাসান রুপা, আবদুল ওয়াহাব, এখলাছুর রহমান নিকসন, মতিউর রহমান, নুরুজ্জামানন, যুবদল নেতা গিয়াস উদ্দিন, জাকির হোসেন আংগুর, পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, আনছার মিয়া, হুমায়ূন কবির ফরিদী, রফিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেক দলের সভাপতি এমএ শহীদ, সহ-সভাপতি মাসুম আহমদ, নেতা আবদুল কাহার, সৈয়দ সেলিম আহমদ, আবদাল মিয়া, আব্বাস মিয়া, দিলদার আহমদ, এমএম কিবরিয়া, গ্রিস আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের সভাপতি রাজন তালুকদার, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, শামসুজ্জামান শামীম, মোস্তাফিজুর রহমান মুহিত প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.