Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে বাণিজ্য মেলায় ২১জন মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন কামরান বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সৈনিক। মুক্তিযোদ্ধাদের অবদানের ফলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তিশলক্ষ শহীদ এবং দু’লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতার পেয়েছি। আজকের বিজয়ের  এই দিনে তাদেরকে সম্মান জানাতে মণিপুরি তাঁতি শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন যে আয়োজন করেছে তা অবশ্যই প্রশংসার দাবীদার। মহান বিজয় দিবস উপলক্ষে মণিপুরি তাঁতি শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট ১৪তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৬ ডিসেম্বর রবিবার রাত ৯টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ সদও উপজেলার খেলার মাঠে আয়োজিত সিলেট ১৪তম আর্ন্তাজাতিক বাণিজ্য মেলায় মহান বিজয় দিবস উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনায় মণিপুরি তাঁতি শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডারদের ২১জন বীর মুক্তিযোদ্ধাদের  সংর্বধানা ও আর্থিক অনুদানসহ ২১টি শাল প্রদান করা হয়।

মণিপুরি তাঁতি শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও রজত কান্তি গুপ্ত -এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, মণিপুরি তাঁতি শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমীর হোসেন, দি সিলেট চেম্বার অব কর্মাসের পরিচালনা কমিটির আহব্বায়ক মুশফিক জায়গীদার।

আয়োজিত সংর্বধানা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভাবতোষ রায় বর্মন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালিক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনাফ খান, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ খান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দীপংকর চত্রুবর্তী, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস, বীর মুক্তিযোদ্ধা রজনী কান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোছারগাও, বীর মুক্তিযোদ্ধা সিরাজ কালিঘাট, বীর মুক্তিযোদ্ধা অহীন্দ্র কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত , বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কার্র্তিক রায়, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ রায়, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.