Sylhet Today 24 PRINT

বছরের প্রথম দিনে ছাতকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০১ জানুয়ারী, ২০১৯

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকেও নতুন বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে শহরের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন চৌধুরী, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ছাতক সরকারী বহুমুখী মডেল হাই স্কুলে বই বিতরণ করা হয়। বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারী। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বছরের প্রথম দিনে উপজেলার ১শ ৮২টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসাসহ কিন্ডারগার্ডেন, আনন্দস্কুল ও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বই বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.