Sylhet Today 24 PRINT

ছাতকে নির্বাচনী দায়িত্বে থাকা আনসারদের ভাতা প্রদান

ছাতক প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের ছাতক উপজেলায় দায়িত্ব পালনকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভাতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে ১২শ’ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের মাঝে প্রায় ৬২ লক্ষ টাকা বিতরণ করা হয়।

সকালে ভাতা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট আমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তামিম আল জামান, প্রশিক্ষক মঈন উদ্দিন আহমদ, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ফারুক আহমদ প্রমুখ।

উপজেলার ১শ’ টি ভোট কেন্দ্রের দায়িত্বে ১শ’ পিসি, ১শ’ এপিসিকে ৫ হাজার ৫শ ১৭ টাকা করে এবং সাধারণ ১ হাজার পুরুষ-মহিলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যাদের ৫ হাজার ৬৭ টাকা করে ভাতা প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.