Sylhet Today 24 PRINT

ভোক্তা অধিকার আইনে হবিগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার পৌর শহরে অভিযান চালিয়ে নানা অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়। এ সময় বেশ কয়েকটি সেলুন ব্যবসায়ীদের গ্রাহককে হয়রানি না করতে নির্দেশ দেয়া হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিষ্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিষ্টির পেকেটের ওজন ২ শ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়াতে জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.