Sylhet Today 24 PRINT

হাওর বাঁচাতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৯

সুনামগঞ্জে হাওরের বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পি আই সি) গঠনে সরকারী আদেশ উপেক্ষা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ আন্দোলন।

শনিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারসহ জেলার বাকি ১০ উপজেলায় একযোগে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষিজীবী সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত সকল উপজেলায় পি আই সি গঠন হয়নি। যে সব পিআইসি হয়েছে সেগুলো বিতর্কিত। সময় মত বাঁধের কাজ শেষ করা, নীতিমালা অনুযায়ী গণশুননির মাধ্যমে পিআইসি গঠন, অপ্রয়োজনীয় বাঁধ ও পকেট কমিটি বাতিল করে হাওরের কৃষকদের নিয়ে গণশুননির মাধ্যমে পিআইসি গঠনের দাবি জানান বক্তারা।

বক্তারা অবিলম্বে সরকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এবারও লাখ লাখ কৃষকে সোনার ফসল অনিরাপদ থাকবে এইসব লুটেরাদের হাতে এবং ২০১৭ সালের মত ভয়াবহ ফসল বিপর্যয়ে আশঙ্কার কথাও বলেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুল মজিদ খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, সদস্য ডা. মুর্শেদ আলম, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক দুলাল মিয়া, সদর উপজেলার সদস্য সচিব শহিদ নুর আহমদ প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.