Sylhet Today 24 PRINT

সরকারি কলেজের ছাত্রী লিমা বাঁচতে চায়

. গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০১৯

সিলেট সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী সৈয়দা লিমা বেগম (১৯) বাঁচতে চায়। গত ১বছর থেকে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে।

সে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আলমগীর চৌধুরী ও সৈয়দ শামসুদ্দিন হাসপাতালের ডা. নাজমুস সাকিবের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

অসুস্থ লিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুক ভাগ গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের মেয়ে। সৈয়দ শফিকুল ইসলামের মধ্যবিত্তের পরিবার। সৈয়দ শফিকুল ইসলামের একটি মুদি দোকান ছিল যা মেয়ের চিকিৎসার খরচ যোগাতে বন্ধ হয়ে গেছে।

এতদিন লিমার চিকিৎসা পরিবার ও আত্মীয়-স্বজনের সাহায্যে চললেও বর্তমানে লিমার দুটি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় বেঁচে থাকার জন্য লিমার একটি কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ২০ লক্ষ টাকার প্রয়োজন। যা তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষে জোগাড় করা অসম্ভব।

লিমার পিতা সৈয়দ শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত লিমার চিকিৎসা বাবত প্রায় ২লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, লিমাকে বাঁচাতে একটি কিডনি বিদেশে গিয়ে প্রতিস্থাপন করতে হবে। যার জন্য প্রয়োজন প্রায় ২০লক্ষ টাকা। যা জোগাড় করা একা আমার পক্ষে অসম্ভব। তিনি লিমাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসতে আকুল আবেদন জানিয়েছেন।

লিমাকে সহযোগিতা পাঠানো যাবে নিম্ন ঠিকানায়-

০১৭২৬০৯৬২৭৮ (বিকাশ), ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ (৩৬১৮৪) অগ্রণী ব্যংক হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.