Sylhet Today 24 PRINT

লালবাজারে শুরু হলো মাছের মেলা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৯

সিলেট নগরীর লাবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শুরু হয়েছে মাছের মেলা। রোববার দুপুর থেকে এ মেলা শুরু হয়। দুপুর ২টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
 
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এনায়েত হোসেন এনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর আজম খান, কাউন্সিলর লিপন বক্স, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, কাজিরবাজার মৎস্য আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম, সাংবাদিক আতাউর রহমান আতা, সাংবাদিক আবুল মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান জামিল, ব্যবসায়ী নেতা আব্দুস সাত্তার মিয়া, আজাদ আহমদ, ফয়জুল ইসলাম আরিজ, জুবেদ আহমদ খান, নিজাম উদ্দিন ইরান, সিরাজুল ইসলাম, হুমায়ুন আহমদ, জহির উদ্দিন কুনু, হিরা আলম, দারা মিয়া, মামুনুর রশীদ, সালা উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র কামরান বলেন, আবহমান বাংলার নানা ঐতিহ্য সংস্কৃতি ও কৃষ্টি বাঙালি জাতিকে সমৃদ্ধ করে রেখেছে। এসব ঐতিহ্যের লালন করে সুস্থ সুন্দর চেতনা ও মননে মানুষ উজ্জীবিত হয়ে থাকেন।

তিনি বরেন, লালবাজারে মৎস্য মেলার আয়োজন নগরবাসীর নির্মল বিনোদন ও আনন্দের খোরাক জোগাবে। দেশীয় নানা প্রজাতির মাছের সমাহার দর্শনার্থীদের আনন্দ দেবে। পাশাপাশি মাছের মেলা ঘুরে ও মাছ কিনে তৃপ্তিবোধ করবেন আগত দর্শনার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.