Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিনামূল্যের ৫ হাজার নতুন বই মিললো ভাঙ্গারির দোকানে

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৪ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০১৮-২০১৯ সালের ৫ হাজারের অধিক সরকারী বই জব্দ করেছে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়।

সোমবার (১৪ জানুয়ারি) রাত ৭টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ বইসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আমিরুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে হাশিম মিয়া (৩৫)।

পুলিশ জানায়, আটককৃত উভয়েই ভাঙ্গারী ব্যবসায়ী। বইগুলো তাঁরা কেজি হিসেবে ক্রয় করে দোকানে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মকর্তা গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় ওই দোকান থেকে দুই বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত বইগুলো অষ্টম, ৫ম ও তৃতীয় শ্রেণির বলে
জানায় পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক জানান, সরকারি বইগুলো বিক্রির উদ্দেশ্যে রেখে দেয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজারেরও অধিক বইসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে মূল তথ্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.