Sylhet Today 24 PRINT

দিরাইয়ে তৎপর আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা, নিরব বিএনপি

উপজেলা পরিষদ নির্বাচন

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই |  ১৬ জানুয়ারী, ২০১৯

জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই দিরাই আওয়ামী লীগে এখন উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ইতোমধ্যেই মনোনয়ন যুদ্ধে নামার প্রস্তুতি শুরু করেছেন প্রার্থী হতে ইচ্ছুক নেতারা। আগামী মার্চে দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দোয়া চেয়ে প্রচারণা শুরু করেছেন অনেকেই। একই সঙ্গে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় এমপিদের কাছে ভিড়তে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি উপজেলা ও জেলার নেতাদের যোগাযোগ শুরু করেছেন।

আওয়ামী লীগ নেতারা নির্বাচনের তৎপরতা শুরু করলেও মাঠে নেই বিএনপি্ জাতীয় নির্বাচনের পর আর কোনো তৎপরতা নেই দলটির।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাথা এখনো শরীরে চলমান। এরপরও আছে গ্রেপ্তার আতঙ্ক। তাই এখনো অনেককে গা-ঢাকা দিয়েই রয়েছেন। বিভিন্ন কারণে  এই ভোটে বিএনপি জয়লাভের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এরপরও সময় আসলে বলা যাবে কি হবে, কি হবে না।

২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলের সমর্থন নিতে হয়েছে প্রার্থীদের। এবারের নির্বাচন দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে দলীয় প্রার্থীদের।

দিরাইয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান ও বর্তমান সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিনী ড. জয়া সেনগুপ্তা, সিলেট মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম’র আলাদা আলাদা বলয় থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক কাতারে এসে নৌকার পক্ষে কাজ করেছেন সবাই। উপজেলা নির্বাচনেও দলের মনোনয়ন যাকে দেওয়া হবে সবাই বিরোধ মিটিয়ে মাঠে নামবেন বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার মনোনয়ন দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি।

এছাড়াও এবার দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর চৌধুরী এবার দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাঁরা প্রচারণা করে জানান দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, যে কোনো নির্বাচনের জন্য দীর্ঘ দিনের প্রস্তুতি রাখতে হয়। উপজেলা নির্বাচন নিয়েও আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলায় প্রার্থী হতে চান, এমন দলীয় অনেক নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অবশ্যই যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য আমরা দলের কাছে সুপারিশ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.