Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে রেস্টুরেন্টে হামলার তিনদিন পর মামলা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিলানী নামে একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তদের হামলার ঘটনার তিনদিন পর শ্রীমঙ্গল থানায় মামলা করেছেন রেস্টুরেন্টটির মালিক বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মীর এম এ সালাম।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতে অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা।

ওসি জানান, রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে অজ্ঞাত নামা ৬/৭ জনকে আসামী করে মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত শনিবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার প্রায় ৩০ গজ মুখোমুখি দুরত্বের একটি রেস্টুরেন্টে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নগদ টাকা লুণ্ঠনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান রেস্টুরেন্টটির মালিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.