Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ-ওসমানীনগরসহ সিলেটের ৪ উপজেলায় নির্বাচন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৯

সিলেট বিভাগের ৪ উপজেলায় এবার নির্বাচন হচ্ছে না। এরমধ্যে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন হবে না ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায়। এছাড়া বিভিন্ন জটিলতায় সুনামগঞ্জের জগন্নাথপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এবার নির্বাচন হবে না।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, বিভিন্ন জটিলতার কারণে এবার দেশের ১২টি উপজেলা পরিষদে নির্বাচন হচ্ছে না। এরমধ্যে সিলেট বিভাগের চারটি উপজেলা রয়েছে। সিলেট বিভাগের ৪০ উপজেলার ৩৬টিতে এবার নির্বাচন হবে। আর দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ করা হবে। আগামী মার্চ থেকে ৫ টি ধাপে এসব উপজেলায় নির্বাচন হবে।

সিলেট বিভাগের ৪টি উপজেলায় নির্বাচন না হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনও।

জানা যায়, সারা দেশের সদর জেলার উপজেলা পরিষদে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ বিধিমালায় পরিবর্তন আনছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখে তফসিল দিয়ে মার্চে ৫ ধাপে ভোট করবে ইসি। এ নির্বাচনেও লড়াই হবে নৌকা-ধানের শীষসহ অন্যান্য দলীয় প্রতীকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.