Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ইটভাটায় জিম্মি ১১ শ্রমিক উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৯

সিলেটের ওসমানীনগরের একটি ইটভাটা থেকে জিম্মি ১১ শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২২ জানুয়ারি) র‌্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, সোমবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল ওসমানীনগর উপজেলার এনাম পীরের মালিকানাধীন মেসার্স হক ব্রিকস ফিল্ডে অভিযান চালায়। এ সময় ১১ শ্রমিককে উদ্ধার করা হয়। তারা হলেন-  বাবুল মিয়া (২৮), মো. আক্তার হোসেন (২৭), মো. আবুল কালাম (২৯), আব্দুর রউফ (২৮), মো. আব্দুল হামিদ (৪২), মহররম আলী (১৮), আব্দুল হান্নান (৪০), মো. দেলোয়ার হোসেন (১২), সেলিম মিয়া (১৩), রমজান আলী (৬২), মো. রমজান আলী (৫৬)।
 
আটককৃতরা হলেন- হবিগঞ্জের চুনাররুঘাটের শাটিয়াজুড়ি গ্রামের ইসহাক মিয়ার ছেলে মো. আরজু মিয়া (৩২), একই উপজেলার রুকনপুর গ্রামের মৃত জাহিদ উল্লাহর ছেলে জয়নাল মিয়া (৫৫)। আটকরা এনাম পীরের মালিকানাধীন হক ব্রিকস ফিল্ডে চাকরি করতেন।

আটকদের নির্যাতন করে সংঘ বদ্ধ চক্রটি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.