Sylhet Today 24 PRINT

কুলাউড়ার সীমান্ত এলাকা থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে কামাল মিয়া (২০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার শরীফপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এ লাশটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

নিহত কামাল একই উপজেলার মনোহরপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

কামালের স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কামাল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। সকালে গ্রামবাসীরা দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের অদূরে ও ভারতীয় তারকাঁটার বেড়া থেকে এক কিলোমিটার ভিতরে বাংলাদেশ অংশে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “নিহতের পরনে একটি জ্যাকেট ছিল; সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। নাকে হালকা রক্তের দাগ দেখা গেলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।”

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.