Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শুমারি শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের সনদ সহজীকরণের জন্য মৌলভীবাজার শ্রীমঙ্গলে এবার শুমারি শুরু হয়েছে। এর ফলে তাদের জাতিগত সনদ প্রাপ্তির বিড়ম্বনা যেমন থাকবেনা তেমনি সকল নৃ-গোষ্ঠীর একটি স্বচ্ছ তথ্যভাণ্ডার নিশ্চিত হবে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা হলরুমে এই প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এ সময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই শুমারি শেষ হলে শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সঠিক সংখ্যা জানা যাবে, জাতিগত সনদ প্রাপ্তির বিড়ম্বনা থেকে রক্ষা পাবে তারা। এছাড়া আদিবাসীরা তাদের অধিকারের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবে। প্রশাসনের সার্ভিস সহজ হবে। গত বছর প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শুমারি মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় পাইলট কর্মসূচি শেষে হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.