Sylhet Today 24 PRINT

সিলেটের ১২ উপজেলায় ১৮ মার্চ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক  |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

আগামী ১৮ মার্চ সিলেটের ১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল  ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুয়ায়ী ১৮ মার্চ ভোটগ্রহণ হবে। ওইদিন দেশের ১২৯টি উপজেলায় নির্বাচন হবে। এর মধ্যে সিলেটের ১২টি উপজেলাও রয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিবালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি ও প্রার্থীতা  প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহন করা হবে ১৮ মার্চ।

এই ধাপে সিলেটের ওসমানীনগর ছাড়া বাকী ১২টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলাগুলো হচ্ছে, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ ও জৈন্তাপুর উপজেলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.